• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাংলাদেশের আরো দুই অ্যাথলেট হাসপাতালে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

এসএ গেমসের চতুর্থ দিনে সোনা জয়ী কারাতেকা মারজানা আক্তার প্রিয়া পেট, ঠোঁট ও ঘাড়ে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার পঞ্চম দিনে বাংলাদেশের আরো দুই অ্যাথলেট হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন স্প্রিন্টার জহির রায়হান ও আবু তালেব।

আজ নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অ্যাথলেটিকসের ৪০০ মিটার স্প্রিন্টে হিট অনুষ্ঠিত হয়। হিটে বাংলাদেশের জহির রায়হান তৃতীয় ও আবু তালেব অষ্টম হয়ে ফাইনালে উন্নীত হন। কিন্তু অসুস্থতার কারণে তারা আর ফাইনালে অংশ নিতে পারেননি।

হিট শেষ করে দু’জনই শ্বাসকষ্ট অনুভব করেন। পরে তাদের ব্লু ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পবন রাওয়াল জহির সম্পর্কে বলেন, 'জহিরের পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেওয়ার অনুমতি দিতে পারছি না।'

দুজনই এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সমুদ্র পৃষ্ঠ থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উচ্চতা ৪ হাজার ৬০০ ফুট। মিটারের হিসেবে ১ হাজার ৪০০। সঙ্গত কারণে এখানে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয়। তার উপর নেপালে হাড় কাঁপানো শীত। সকাল সকাল তাপমাত্রা থাকে ৬ ডিগ্রিতে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ১৯ ডিগ্রি পর্যন্ত। হঠাৎ করে এমন উচ্চতা ও আবহাওয়ায় অনেকেরই সমস্যা হচ্ছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা