• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আজহারউদ্দিনের ভাবনায় এখন শুধুই ক্রিকেট

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ আজহারউদ্দিন। লম্বা সময় ২২ গজের খেলাটি থেকে নির্বাসিত থাকা সাবেক এই অধিনায়ক ফিরেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে। নির্বাচনে বড় ব্যবধানে জেতার পর তার ভাবনায় এখন শুধুই ক্রিকেট।

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০০০ সালে ক্রিকেট থেকে নির্বাসিত হন আজহার। যদিও অনেক লড়াই চালিয়ে  ২০১২ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তার নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করে, তাতে আবারও ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখতে থাকেন তিনি। কিন্তু ২০১৭ সালে তার মনোনয়ন বাতিল করলে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে দাঁড়াতে পারেননি। এবার অবশ্য ঝামেলা হয়নি। নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে বসেছেন হায়দরাবাদ ক্রিকেটের সভাপতির পদে।

জয়ের পর সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘এই মুহূর্তে আমার মাথায় শুধু তিনটি বিষয় ঘুরছে- ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট।’ বড় ব্যবধানে নির্বাচিত হওয়ার পর ২২ গজের খেলাটি নিয়ে নতুন ভূমিকায় এগিয়ে যাওয়ার স্বপ্ন তার।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেছেন, ‘আমরা নতুন করে সব কাঠামো দাঁড় করাবো, সব কিছু নতুন করে ঘুরে দাঁড়াবে। সদস্যরা তাদের কাজ করছে, ‍এবার আমি শুরু করব। জানি সহজ হবে না, কিন্তু গত তিন বছর ধরে খেলাটি যেভাবে ভুগছে, সেখান থেকে বের করে আনতে নিজের সেরাটা উজাড় করে দেবো।’

টেস্ট অভিষেক নাকি রাজ্য ক্রিকেট সংস্থার প্রধানের দায়িত্ব— কোনটা বেশি স্নায়ুচাপে ভুগিয়েছে? আহজার বললেন, ‘কিছুটা পেছনে ফিরে তাকালে দেখবেন ১৫ বছর আমি কঠোর পরিশ্রম করেছিলাম ভারতীয় দলের জন্য। প্রথম টেস্ট খেলার সময় আমি ভীষণ নার্ভাস ছিলাম। আর এখানে (হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি) আমরা দলীয়ভাবে কাজ করব। আমার বিশ্বাস আমরা আমাদের কাজে সফল হবো।’ ক্রিকইনফো

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা