• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আফগানিস্তান বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত : নবী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবেই অংশ নিচ্ছে আফগানিস্তানের খেলোয়াড়রা। এখানকার কন্ডিশনের সঙ্গে পরিচিত তারা। তাই কন্ডিশনকে মোটেও দুর্বোধ্য নয় এবং এটাই একটা সুবিধা হিসেবে দেখছে আফগান দল।

সাংবাদিকদের নবী বলেন, ‘এখানকার আবহাওয়া কোনো বিষয় নয়। কেননা আমরা মাত্র আবুধাবি থেকে এসেছি, যেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এখানকার (চট্টগ্রামে) আর্দ্রতা কিছুটা বেশি। তবে আশা করছি চার-পাঁচ দিনে আমরা এটা মানিয়ে নিতে পারব। গত পাঁচ-ছয় বছর যাবৎ আমরা নিয়মিতভাবে এখানে খেলতে আসছি। আমাদের দলের অধিকাংশ সদস্যই এ ধরনের কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত।’

নবী ইতিবাচক ক্রিকেট খেলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘টেস্টে আমরা ইতিবাচক খেলতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি মনে করি, উভয় দলের জন্যই বাড়তি পাওনা হচ্ছে তারা এশিয়ান কন্ডিশনে অভ্যস্ত এবং এশিয়ান খেলোয়াড়।’

ধৈর্য এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে নিজ দলের প্রতি আহ্বান জানান তিনি, ‘ভালো স্পিন আক্রমণ ছাড়া তাদের ভালো ফাস্ট বোলারও রয়েছে। আমার মনে হয় পিচ খুব বেশি বাউন্সি হবে না।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী বৃহস্পতিবার। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা