• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বুমরাহ`র অসাধারণ বোলিংয়ে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও এক জসপ্রিত বুমরাহ’র অসাধারণ বোলিংয়ে টিকতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ।  যার ফলে ভারতের প্রথম ইনিংসের ৪১৬ রানের জবাবে ৮৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছে তারা। এর মধ্যে হ্যাটট্রিকসহ ৬ উইকেটই নিয়েছেন বুমরাহ।

ক্যারিবীয়দের প্রথম ইনিংসের ৮ম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন জসপ্রিত বুমরাহ। এরপর শামার ব্রুকস ও রস্টোন চেজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ড্রেসিংরুমে ফেরান। চেজের উইকেটটিতে প্রথমে আঙুল তোলেননি আম্পায়ার, রিভিউ নিতেও রাজি ছিলেন না বুমরাহ। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছায় নেওয়া রিভিউয়ে হ্যাটট্রিকের স্বাদ পান বুমরাহ। যার ফলে হরভজন সিং (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০১ সালে) এবং ইরফান পাঠানের (পাকিস্তানের বিপক্ষে ২০০৬ সালে) পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে ক্রিকেটে এ কীর্তি করে দেখালেন তিনি। 

অবশ্য হ্যাটট্রিক করেই থেমে থাকেননি বুমরাহ। ইনিংসের নিজের ষষ্ঠ পাঁচ উইকেটও অর্জন করে নিয়েছেন। ৯.১ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে একাই ৬ উইকেট নিয়েছেন বুমরাহ। অন্য উইকেটটি নিয়েছেন মোহাম্মদ শামী। 

দিন শেষে ৩৩ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেট ৮৭ রান। ফলোঅন এড়াতে তাদের এখনও ১৩০ রান প্রয়োজন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা