• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তরুণ ফাতির গোলের ‘মূল্য’ দিতে পারল না বার্সা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

লা লিগায় বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়েছেন আনসু ফাতি। শনিবার ওসাসুনার মাঠে ম্যাচের ৫১তম মিনিটে কার্লেস পেরেসের ক্রসে হেডে রেকর্ড গড়া গোলটি করেন ১৬ বছর বয়সী ফাতি। দ্বিতীয়ার্ধের শুরুতে নেলসন সেমেদোর বদলি নেমেছিলেন গত সপ্তাহে রিয়াল বেতিসের বিপক্ষে অভিষেক হওয়া এই উইঙ্গার।

স্প্যানিশ ফরোয়ার্ড বোজান কিরকিচের রেকর্ড ভেঙেছেন আগামী ৩১ অক্টোবর ১৭ বছর পূর্ণ করতে যাওয়া ফাতি। স্পেনের শীর্ষ লিগে তৃতীয় সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে গোল করলেন তিনি। গিনি-বিসাউয়ের এ ফুটবলার গোল পেলেও অবশ্য হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি। বার্সেলোনা তার গোলে সমতায় ফিরলেও যে জিততে পারেনি! ওসাসুনার সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চ্যাম্পিয়নদের।

বার্সার হয়ে সবচেয়ে কমবয়সে গোলের আগের রেকর্ডটি ছিল বোজান কিরকিচের। ২০০৭ সালে ১৭ বছর ৫৩ দিন বয়সে করা তার রেকর্ডটি এরপর টিকে থাকল ১২ বছর। শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন আনসু ফাতি। কীর্তি গড়ার দিনে তার বয়স ১৬ বছর ৩৩৪ দিন।

সবমিলিয়ে আনসুর গোলটি লা লিগার ইতিহাসে তৃতীয় কমবয়সে গোল করার রেকর্ড। ২০১২ সালে ১৬ বছর ৯৮ দিন বয়সে গোল করে রেকর্ডটা নিজের করে রেখেছেন মালাগার ফেব্রিস ওলিঙ্গা।

আনসুর কীর্তির দিনে অবশ্য শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সা। ৬৪ মিনিটে ক্লাবের জার্সি গায়ে আর্থার মেলোর প্রথম গোলে ৮০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়েও ছিল দলটি। এরপর নিজেদের ডি-বক্সে জেরার্ড পিকে হ্যান্ডবল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮১ মিনিটে স্পটকিক থেকে দ্বিতীয় গোল করে বার্সাকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করেন রবের্তো তোরেস।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা