• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

প্রতিবাদী মেসিকে ম্যারাডোনার বেশি পছন্দ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

মাঠে ছিলেন বল পায়ের শিল্পী। আর মাঠের বাইরে প্রতিবাদী। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ক্লাব কর্মকর্তা থেকে ফিফা—কাউকেই ছেড়ে কথা বলেননি। তুলনায় লিওনেল মেসি সব সময় লাজুক। চুপ থাকেন বেশির ভাগ সময়। কোপা আমেরিকায় সেই মেসি রেগে আগুন। লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে বলেছিলেন 'দুর্নীতিগ্রস্ত'। ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য সব কিছু নাকি আগে থেকে ঠিক করা! এমন মন্তব্যে জরিমানার সঙ্গে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন মেসি। এর পরও প্রতিবাদী মেসিকে প্রশংসায় ভাসালেন ম্যারাডোনা।

হাঁটুতে অস্ত্রোপচার করাতে ম্যারাডোনা এখন হাসপাতালে। সেখানে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা জানালেন মেসির প্রতিবাদ দেখে তাঁর মনে পড়ে যাচ্ছে নিজের কথা, ‘ম্যারাডোনার মানসিকতায় মেসি—ওকে দেখে আমার এমনটাই মনে হয়েছে। ও বিদ্রোহী হয়ে উঠেছে, যা মনে করেছে বলেছে সেটাই। আর মাঠে জিতেছে কারো সঙ্গে পাতানো খেলা ছাড়াই।’

শেষ কথাটা ব্রাজিলের উদ্দেশেই ম্যারাডোনার। মেসিরও কোপা আমেরিকা চলার সময় মনে হয়েছিল, ব্রাজিলকে শিরোপা জেতাতে সম্ভাব্য সব কিছু করছে কনমেবল! অফিশিয়ালদের সমালোচনা করায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাঁকে লাল কার্ড দেখানো হয়েছিল বলেও মনে করেন মেসি। আন্তর্জাতিক ম্যাচে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন এ জন্যই। শাস্তি পেলেও মেসির প্রতিবাদ মনে ধরেছে ম্যারাডোনার। তিনি বলেন, ‘জাতীয় সংগীত না গাওয়ার জন্য সবাই যে মেসির সমালোচনা করে, তার চেয়ে এই মেসিকে বেশি পছন্দ আমার। মেসি যা কিছুই করুক তাতে আর্জেন্টিনার লাভ।’ 

নিষিদ্ধ মেসি অবশ্য আগামী তিন মাস কোনো উপকারে আসবেন না আর্জেন্টিনার। এএফপি

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা