• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

প্রস্তুতি ম্যাচেই এমন অবস্থা!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ মে ২০১৯  

আয়ারল্যান্ডের জাতীয় দল যেখানে ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেছে, সেখানে একইদিনে উল্টো রথে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে আইরিশদের অপর একটি দলের কাছেই তারা খেয়েছে রীতিমতো নাকানি-চুবানি। ব্যাট বল দুদিকেই ব্যর্থ বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতেই যেন রীতিমতো লড়াই করতে হচ্ছে তাদের। রবিবার এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮৮ রানে।

শুরুতে ব্যাট করে ম্যাককুলামের ১০২ ও সিমি সিং এর ৯১ রানের উপর ভর করে আয়ারল্যান্ড ওলভস করে সাত উইকেটে ৩০৮ রান করে। তাসকিন আহমেদ ৬৬ রান খরচায় তিনটি ও রুবেল হোসেন ৬৩ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। এছাড়া সাকিব, মিরাজ ও ফরহাদ রেজা নেন একটি করে উইকেট।

আয়ারল্যান্ডের দ্বিতীয় সারির দলের সঙ্গেই যেন জবাব দিতে নেমে রীতিমতো কাবু বাংলাদেশ। ৪২.৪ ওভারে ২১৯ রানে গুটিয়ে গেল সফরকারীদের ইনিংস। সাকিব সর্বোচ্চ ৫৪ ও মাহমুদউল্লাহ করেন ৩৭ রান। ওলভসের পক্ষে সিমি সিং ৫১ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। ব্যাট বল হাতে সেরা সিমি সিং হয়েছেন ম্যাচসেরাও।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ আগামীকাল মঙ্গলবার খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা