• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আবার ব্যর্থ ম্যারাডোনা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ মে ২০১৯  

কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনার কোচিং প্রোফাইল ভারি হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কাজ করায়। ২০১০ বিশ্বকাপে তার নির্দেশনায় খেলেছে আলবেসেলেস্তেরা। সেই ম্যারাডোনা মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল ডোরাডোসের দায়িত্ব নেওয়ার চাপা হাসি হাসে অনেকে। ম্যারাডোনা জানান, এটাই তার চ্যালেঞ্জ। দ্বিতীয় বিভাগের দলকে শিরোপা জেতানো এবং প্রথম বিভাগে তোলা।

কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার দু'বার ব্যর্থ হয়েছেন। তাও তীরে গিয়ে পা হড়কেছে তার দল ডোরাডোস। গত মৌসুমেও দ্বিতীয় বিভাগের ফাইনালে হারে তারা। এবারও তাই। দু'বারই তাদের স্বপ্ন ভঙ্গ করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের অনুপ্রেরণা এবং পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত দল অ্যাথলেটিকো সান লুইস।

প্রথম লেগে ডোরাডোস এবং সান লুইসের মধ্যে ফাইনালের প্রথম লেগে ১-১ গোলের সমতা ছিল। দ্বিতীয় লেগে রোববার মুখোমুখি হয়ে দু'দল নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ দিকে উনাই বিলবাওয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সান লুইস। শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় ডোরাডোস এবং দলের কোচ ম্যারাডোনার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা