• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কল করার সময় লোকেশন লুকানো যাবে হোয়াটসঅ্যাপে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

নতুন একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে অন্য কারও সঙ্গে কথা বলার সময় নিজের লোকেশন লুকিয়ে রাখা যাবে। প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস নামে এই অপশনটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ সার্ভারের মাধ্যমে নিজের আইপি অ্যাড্রেস লুকিয়ে ফেলা যাবে। এর মাধ্যমে অপরজন ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস এবং ভৌগোলিক অবস্থানের কোনও তথ্য পাবে না।

একটি ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, আজকাল বেশিরভাগ কলিং প্রোডাক্টে ব্যবহারকারীদের ভেতর পিয়ার-টু-পিয়ার কানেকশন থাকে। ডিরেক্ট কানেকশনের মাধ্যমে দ্রুত ডাটা ট্রান্সফার হয় এবং কলিং-এর মান উন্নত হয়। কিন্তু সমস্যা হলো এর মাধ্যমে উভয় পক্ষেরই আইপি অ্যাড্রেস জানা থাকতে হয়। তারা আরও বলে, আইপি অ্যাড্রেসে এমন তথ্য থাকে যা প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের পছন্দ নাও হতে পারে। নতুন এই ফিচার যোগ করার মাধ্যমে ব্যবহারকারীদের প্রাইভেসিতে নতুন একটি স্তর যোগ করা সম্ভব হলো।

তবে এটি ব্যবহার করলে কলিং-এর মান একটু কমতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। লেখা আসতে পারে “আপনার কল এন্ড-টু-এন্ড এনক্রিপটেড”। এর মাধ্যমে অন্য কেউ এমনকি স্বয়ং প্রতিষ্ঠানও তাদের কথা শুনতে পারবে না।

এটি চালু করতে চাইলে সেটিংস এ গিয়ে প্রাইভেসিতে যেতে হবে। এরপর অ্যাডভান্স এ যেতে হবে। এর পর সেখানে থাকা “প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস” অন অথবা অফ করে ব্যবহার করতে পারবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা