• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

উদ্ভাবনী ডিজাইনে পুরস্কৃত টেকনো ক্যামন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

উদ্ভাবনী নকশার জন্য টেলিকমিউনিকেশন বিভাগে পণ্য ডিজাইনে গোল্ড ক্যাটাগরিতে আন্তর্জাতিক ‘মিউজ ডিজাইন’ পুরস্কার পেল টেকনোর ক্যামন টোয়েন্টি সিরিজ।

ডিজাইনের জন্য ক্যামন টোয়েন্টি সিরিজের ফোন সুপরিচিত। যার আন্তর্জাতিক স্বীকৃতি এলো এবার। পাজল ডিকনস্ট্রাকশনিস্ট ডিজাইনের জন্য সব বিচারকের দৃষ্টি কেড়েছে সিরিজের আলোচিত মডেলটি।

 

ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস অ্যাসোসিয়েশনের (আইএএ) মিউজ ডিজাইন অ্যাওয়ার্ড হচ্ছে বিশ্বে ডিজাইনের ক্ষেত্রে প্রভাবশালী আন্তর্জাতিক পুরস্কারের একটি। ডিজাইনের উদ্ভাবন ও শৈল্পিক সৌন্দর্য বিবেচনায় পুরস্কারটি দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৬ হাজার ৩০০টির বেশি এন্ট্রি পেয়েছে। বিশ্বজুড়ে সৃজনশীল এবং ডিজাইনের নেতৃত্বে ৫১ বিশেষজ্ঞ বিচারকের সমন্বয়ে গঠিত জুরি প্যানেল সেরা নকশা নির্বাচন করেছে।

আয়োজক প্রতিষ্ঠান আইএএর মুখপাত্র টমাস ব্র্যান্ড জানালেন, বছরের পর বছর ধরে উল্লেখযোগ্য বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে শিল্প ও ডিজাইন। তাই ডিজিটাল শিল্পে উৎসাহিত করতে উদ্ভাবনী ডিজাইনের স্বীকৃতি দিয়ে আসছে। প্রথমবার টেকনো ম্যাজিক স্কিনের ত্রিমাত্রিক লিচি-প্যাটার্নের ব্যাক কাভার উপাদানে ২০টি পাঁজর দিয়ে খোদাই করার চেষ্টা করে যখন স্যাফায়ার-গ্রেডের ন্যানোক্রিস্টালাইন সিরামিক ডিভাইসের পেছনের কাভার আছে। শুধু নান্দনিকতা নয়, গ্রাহকের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিচ্ছে টেকনো।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা