• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আজিয়াটার সঙ্গে একীভূত হচ্ছে এরিকসন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

আজিয়াটা গ্রুপ বারহেডের অ্যাপিগেট প্ল্যাটফরমের সঙ্গে এরিকসনের প্রি-ইন্টিগ্রেশন চার্জিং সিস্টেম একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে এরিকসন। বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এমডব্লিউসি ২০১৯-এ ৫জি বা পঞ্চম প্রজন্মের ব্যবসায়িক সুযোগ সংক্রান্ত সূক্ষ্ম জ্ঞানের পাশাপাশি সেবাদানকারীদের ব্যবসা ও গ্রাহক অভিজ্ঞতার বিভিন্ন তথ্য প্রদর্শন করবে এরিকসন।

অ্যাপিগেট মূলত একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) যা পুরো বিশ্বকে একটি ইকোসিস্টেমের মধ্যে সংযুক্ত করে ব্যবসাকে গতিশীল করে এবং ডিজিটালে রূপান্তর করে।

বর্তমানে ৩৫০ কোটি গ্রাহক, ১১০টির বেশি মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং ৩০০-এরও বেশি সংযুক্ত মার্চেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে এপিগেট। লক্ষ্যভিত্তিক এপিআই মাইক্রোসার্ভিসেস অ্যাক্সিলেরেটরের মাধ্যমে উদ্ভাবনী ডিজিটাল এপিআই ইন্টিগ্রেশন তৈরি ও কাঠামো পর্যবেক্ষণে এটি বিশেষ ভূমিকা রাখবে। ওপেন এপিআই এবং ইনোভেশন ইকোসিস্টেমের মাধ্যমে আয়ের নতুন ক্ষেত্র তৈরিতে এটি যোগাযোগ সংক্রান্ত সেবাদানকারীদের সহায়তা করবে।

অ্যাপিগেট ও এরিকসনের মধ্যে পরবর্তী প্রজন্মের ডিজিটাল এপিআই প্ল্যাটফরম ও ডিজিটাল বিজনেস সিস্টেমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গত বছরের নভেম্বরে বিজনেস সাপোর্ট সিস্টেমের (বিএসএস) উদ্ভাবন, অপারেশনাল সাপোর্ট সিস্টেম (ওএসএস) এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) যা আগামী প্রজন্মের ডিজিটাল এপিআই প্ল্যাটফরমের ব্যবহারকে গতিশীল করে, এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে এরিকসন ও আজিয়াটা। সেই চুক্তির ধারাবাহিকতায় নতুন এ চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

এরিকসন মালয়েশিয়া, শ্রীলংকা ও বাংলাদেশের প্রধান টড অ্যাশটন বলেন, ‘এরিকসন চার্জিং সিস্টেম ও আজিয়াটা অ্যাপিগেট প্ল্যাটফরমের প্রি-ইন্টিগ্রেশন সংক্রান্ত চুক্তিটি এরিকসন ও আজিয়াটা গ্রুপের মধ্যে এপিআইভিত্তিক ডিজিটাল সলিউশনের পাশাপাশি ডাটা ভলিউম ও ভয়েস মিনিটের ক্ষেত্রে নতুন ক্ষেত্র উদ্ভাবনের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কাজ করবে। এর ফলে, দক্ষতা এবং বিশদ ইন্টারনেট ইকোসিস্টেমের সমন্বয়ে অপারেটররা নতুন ধারার ডিজিটাল সেবা দিতে সক্ষম হবে

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা