• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জেডটিইর কর্মকর্তাদের সঙ্গে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর বৈঠক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিইর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে।

জেডটিইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জু জিয়া ইয়াং ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জং হুয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন অগ্রগতির বিষয়ে তাঁরা প্রশংসা করেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতে নতুন ধরনের কাজ করার আগ্রহ জানান।

দেশে জাতীয় ডেটা সেন্টারের ভেন্ডর বা নির্মাণকারী হিসেবে কাজ করছে চীনের জেডটিই করপোরেশন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা