• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্লাস নাকি হুয়াওয়ে মেট ২০ প্রো

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

গ্যালাক্সি এস ১০ প্লাস নামের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে ছেড়েছে স্যামসাং। সান ফ্রান্সসিসকোতে ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিভাবে ফোনটি বাজারে ছাড়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। তবে স্মার্টফোনটির দাম খুব বেশি হওয়ায় এরই মধ্যে প্রযুক্তি-প্রেমীরা সমালোচনাও করছেন।

অনেকের অভিমত, বেশি দাম রেখে অ্যাপলের মতোই ভুল পথে হাঁটছে স্যামসাং। এছাড়াও স্যামসাং তাদের ফোল্ডেবল ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। ফোনটি ২৬ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাংয়ের আর একটি ফ্ল্যাগশিপ ফোন এস ৯ অবশ্য বাজারে তেমন সুবিধা করতে পারেনি। কেননা এস ৯ এর সঙ্গে এর আগের ভার্সন এস ৮ এর তেমন কোনো পার্থক্যই ছিল না। এ কারণে নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ১০ দিয়ে গ্রাহকদের ধরে রাখতে চাইছে কোরিয়ান প্রতিষ্ঠানটি।

গ্রাহকদরে আকৃষ্ট করতে এতে রাখা হয়েছে- ট্রিপল ক্যামেরা, আল্ট্রা সনিক ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা, অ্যামলয়েড ডিসপ্লেসহ অনেক ফিচার।

এদিকে প্রায় এক বছর আগে বাজারে ছাড়া হুয়াওয়ের ফ্ল্যাগশিপ মেট ২০ প্রো দারুণ সুনাম কুড়িয়েছে। স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপে ফিচার আপগ্রেড কি গ্রাহকদের আকৃষ্ট করতে পারবে?

চলুন স্যামসাং এর ফ্ল্যাগশিপ এস ১০ এর সঙ্গে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ মেট ২০ প্রো এর পার্থক্যগুলো জেনে আসি-

ক্যামেরা: ফ্ল্যাগশিপ ফোনের প্রথম আকর্ষণ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স

এস ১০ প্লাসে অল্প আলোতে ভালো ছবি, জুমিং সুবিধা এবং ট্রিপল ক্যামেরা সুবিধাসহ আকর্ষণীয় সব ফিচার দিয়েছে স্যামসাং। হুয়াওয়ের মেট ২০ প্রো’তে আগে থেকেই এ ফিচারগুলো গ্রাহকদের সুনাম কুড়িয়েছে। হুয়াওয়ের ট্রিপল ক্যামেরাগুলো হলো- ৪০ মেগাপিক্সেল, ২০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের।

অপরদিকে স্যাসমাং এস ১০ এর ক্যামেরা তিনটি হলো- ১২ মেগাপিক্সেল, ১৬ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল। স্মার্টফোনের ক্যামেরা র‌্যাংকিং প্রতিষ্ঠান ডিএক্সও মার্সের র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে মেট ২০ প্রো। হুয়াওয়ে সর্বপ্রথম লেইকার সঙ্গে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করে।

এক নজরে এস ১০ প্লাস ও মেট ২০ প্রো

ব্যাটারি ও চার্জিং টেকনোলিজি

স্যামসাং এস ১০ প্লাস এ ব্যাটারি সক্ষমতা বাড়িয়ে ৪১০০ এমএএইচ এ আপগ্রেড করা হয়। তবে হুয়াওয়ের মেট ২০ প্রোতে ব্যাটারি সক্ষমতা এর থেকেও বেশি। মেট ২০ প্রো তে রাখা হয়েছে ৪২০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। এছাড়াও হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোনটিতে রয়েছে ৪০ ওয়াট সুপার টেকনোলজির চার্জিং সুবিধা। যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ৭০ শতাংশ চার্জ করা যাবে।

ডুয়েল সিমসহ গেমিং এক্সপেরিয়েন্স

স্যামসাংয়ের নতুন এ ফ্ল্যাগশিপে হাইব্রিড সিমস্লটসহ ডুয়েল সিম অপশন রাখা হয়েছে। অধিকাংশ অ্যান্ড্রয়েড এই ফিচারটি থাকে। হুয়াওয়ের মেট ২০ প্রোতে ভোল্টি সুবিধাসহ ডুয়েল সিম ফিচার রাখা হয়েছে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোনটিতে গেম খেলার সময়ও ফোন কল রিসিভ করা যাবে।

ডিজাইন

গ্যালাক্সি এস ১০ প্লাস পাওয়া যাচ্ছে কয়েকটি রঙে, এগুলো হলো- প্রিজম হোয়াইট, প্রিজম গ্রিন, প্রিজম ব্ল্যাক, প্রিজম ব্লু ও ক্যানারি ইয়োলো। তবে মেট ২০ প্রো এক্ষেত্রেও ব্যতিক্রম। কেননা হুয়াওয়ের এ ফ্ল্যাগশিপে টোয়াইলাইট রঙ রাখা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা