• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বন্ধ হচ্ছে ফেসবুকের ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

ফেসবুকের ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম ‘হবি’ বন্ধ হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চালু হওয়ার পর অ্যাপটি মাত্র ৭ হাজার বার ডাউনলোড হয়েছে। এ কারণেই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

‘হবি’ নামের অ্যাপটি পিন্টারেস্টের আদলে বানিয়েছিল ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন টিম। এতে নির্দিষ্ট কোনো প্রোজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজের ছবি সংরক্ষণের সুযোগ ছিল। তবে সোশ্যাল মিডিয়াতে সেগুলো শেয়ার করা যেতো না।

পরীক্ষামূলকভাবে অ্যাপটি শুধু কলম্বিয়া, বেলজিয়াম, স্পেন, ইউক্রেনে ব্যবহার করা যাচ্ছিল। যুক্তরাষ্ট্রে শুধু আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি চালাতে পারতেন। ব্যবহারকারীদেরকে নোটিফিকেশনে ফেসবুক জানিয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত অ্যাপটি সচল থাকবে।

ফেসবুক তাদের ফটো শেয়ারিং অ্যাপ বন্ধের ঘোষণা দিলেও, গুগল শুরু করতে যাচ্ছে। যার নাম দেয়া হয়েছে ‘কিন’। এটি অনেকটাই পিন্টারেস্টের মতো প্ল্যাটফর্ম। জেমস, এক্সপ্লোর ও সার্চ—কিনে এই তিনটি সেকশন থাকবে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা