• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নামাজে বড়দের কাতারে শিশুদের দাঁড়ানোর বিধান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪  

মসজিদে জামাতে নামাজের সময় প্রায়ই দেখা যায় বড়দের কাতারের ফাঁকে নাবালেগ বাচ্চারাও দাঁড়ায়। তাদের ওপর যেহেতু নামাজ ফরজ না, তাই অনেক মুরুব্বি তাদেরকে কাতার থেকে বের করে দেন।

এখন প্রশ্ন হলো- এভাবে বড়দের কাতারের ফাঁকে বাচ্চারা দাঁড়ালে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে কি না? যদি ক্ষতি হয় তবে বাচ্চারা কোথায় দাঁড়াবে?

আবার যখন বড় কোনো মাহফিলের জামাতে বাচ্চাদেরকে অভিভাবকের সঙ্গেই দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখনই বা কী করবে?

উত্তর: নামাজের জ্ঞান রাখে এমন নাবালেগ ছেলেকে বড়দের সঙ্গে দাঁড় করানো মাকরুহ নয়। এতে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে না; বরং কোনো কোনো ফকিহ ও মুফতি বলেছেন, ছোট বাচ্চারা বড়দের কাতারের পেছনে দাঁড়ালে যদি তাদের দুষ্টুমি করার আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে তাদেরকে বড়দের সঙ্গে কিংবা বড়দের ফাঁকে ফাঁকে দাঁড় করানোই শ্রেয়। তবে সাধারণ নিয়ম হলো, বাচ্চাদেরকে পেছনের কাতারে দাঁড় করানো ভালো।

উল্লেখ্য, নামাজের জ্ঞান নেই বা অন্যের নামাজে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে এমন নাবালেগ বাচ্চাকে মসজিদে না আনাই উচিত। (আলবাহরুর রায়েক : ১/৩৫৩; বাদায়েউস সানায়ে : ১/৩৯২; তুহফাতুল মুহতাজ : ৩/১০৬-১০৭)

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা