• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তুরাগ তীরে চলছে জোড় ইজতেমা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২  

দুই বছর বন্ধের পর গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে চারদিন ব্যাপী জোড় ইজতেমা। পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এই ইজতেমায় উপস্থিত হয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) ইজেতেমায় অংশ নিতে আসা মুসুল্লিরা জানান,  মূল ইজতেমার পূর্ব প্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এ জোড় ইজতেমায় এক থেকে তিন চিল্লা সম্পন্নকারী মুসল্লিরা অংশ নিয়ে থাকেন। ইজতেমা শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা দেশ-বিদেশে দ্বীনের দাওয়াত দিতে বেড়িয়ে যাবেন।
পরে ফিরে এসে মূল ইজতেমায় যোগদান করবেন তারা।এর আগে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ময়দানে অবস্থান নিতে শুরু করেন। বিকেলে আছরের নামাজের পর বয়ান ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয় চারদিনের এই জোড় ইজতেমা।এদিকে জোর ইজতেমায় আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছ প্রশাসনের পক্ষ থেকে।
উল্লেখ্য, আগামী জানুয়ারিতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা