• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইজতেমা ময়দানে সভা সমাবেশে নিষেধাজ্ঞা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ব্যবহৃত সরঞ্জামাদি অপসারণে জটিলতা সৃষ্টি হওয়ায় মাওলানা সা'দ ও জুবায়ের পন্থীদের ময়দানে প্রবেশ ও সভা সমাবেশে  সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মহানগর পুলিশ।

আজ বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

জানা যায়, টঙ্গীতে দুই পর্বের বিশ্ব ইজতেমা সমাপ্তির পর ময়দানের ব্যবহৃত সরঞ্জমাদি সরানোকে কেন্দ্র করে মাওলানা সা'দ ও জোবায়ের অনুসারীদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি আঁচ করতে পেরে ময়দান ও আশপাশের এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের পক্ষে স্বাক্ষরিত সভা-সমাবেশ নিষিদ্ধকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইজতেমা ময়দানে শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে অত্র মাঠ এবং মাঠের আশপাশ এলাকায় বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন এর ৩০ ও ৩১ ধারামূলে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ এবং অত্র মাঠ প্রশাসনের নিকট সংরক্ষণ করা হলো। এতে আরও বলা হয়, কেউ এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ময়দানের আইনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবধরণের সভা-সমাবেশ বন্ধ থাকবে। এলাকার পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভারিক রাখতে ময়দানের চারপাশে পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা