• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইসলামে যে চার প্রজাতির প্রাণি হত্যা করা নিষেধ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

প্রাণিজগত মানবতার কল্যাণে নিয়োজিত। মহান আল্লাহ তায়ালা কুদরতিভাবে এগুলোকে মানুষের করায়ত্ত করে রেখেছেন। প্রাণিরা অবশ্যই মমতা পাওয়ার যোগ্য। ইসলাম পশু-পাখির সঙ্গে যথাসম্ভব দয়াশীল আচরণ করার শিক্ষা দেয়। পশু-পাখির যথেচ্ছা ব্যবহারে নিষেধ করে। ইসলামে পশু-পাখির অঙ্গহানি করা নিষিদ্ধ। 

মুসনাদে আহমদে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, ‘নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণির জীবকে হত্যা করতে নিষেধ করেছেন–পিঁপড়ে, মৌমাছি, হুদহুদ ও শ্রাইক (শিকারী পাখি বিশেষ)।’

বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, এই বিধান স্বাভাবিক ক্ষেত্রে। অর্থাৎ এরা মানুষকে কষ্ট না দিলে হত্যা করা যাবে না। পিঁপড়ে বা মৌমাছি যদি মানুষকে দংশন করে বা কষ্টের কারণ হয়, তাহলে হত্যা করা যাবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা