• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রৌমারীতে একটি সেতুর অভাবে ভোগান্তীতে ১৬ গ্রামের ৩৫ হাজার মানুষ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯  

রৌমারী উপজেলার সীমান্ত ঘেষা বড়াইবাড়ী, ঝাউবাড়ী. পুর্ব বারবান্দা, চুলিয়ারচর, বারবান্দা, বাওয়াইর গ্রাম, বকবান্দা, খেওয়ারচর, পুর্ব দুবলাবাড়ী, ইজলামারী, চর ইজলামারী, পাটা ধোয়াপাড়া, চর কলাবাড়ী, কলাবাড়ী, দুবলাবাড়ী, পুরাতন যাদুরচর ও নয়ারগ্রাম ১৬ টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ একটি সেতুর অভাবে ভোগান্তীতে পড়েছেন কাশিয়াবাড়ী দীর্ঘদিনের ভাঙ্গাটি নিয়ে। রৌমারী উপজেলার সাথে যাদুরচর যোগাযোগের মাধ্যম ঐ গ্রাম গুলি। এ সড়কদিয়ে প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ব্যাবসায়ীসহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। কাশিয়াবাড়ী ভাঙ্গায় পাকা সেতু না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই ১৬ গ্রামের জনসাধারণ।

গ্রামবাসী নিজেদের প্রয়োজনে বছরে কয়েকবার করে ওই খালের উপর বাঁশের সেতু তৈরী করে থাকে। একবার তৈরী করলে ১ মাসের বেশী টিকে থাকে না বাঁশের সেতু। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী কাশিয়াবাড়ী ভাঙ্গায় একটি পাকা সেতু নির্মানের। সরেজমিনে গিয়ে দেখা গেছে, যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী নামক ভাঙ্গায় গ্রামবাসীর তৈরী ১২০ ফুট বাশেঁর সেতু। বাঁশের নড়বড়ে সেতু দিয়ে রিক্সাভ্যান বা পন্যবাহি যান চলাচল করতে পারে না। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা শাহার আলী জানান, গ্রামবাসীর দির্ঘদিনের লালিত স্বপ্ন পাকা সেতুর। প্রায় বছরেই উপজেলা প্রকৌশলীর লোকজন মাপামাপি করে নিয়ে যায়। কিন্তু সেতু নির্মান হয় না। যখন মাপামাপি করে নিয়ে যায় তখন এলাকার মানুষের বুক ভরা আশা জাগে হয়তো আগামী বছরে আমরা পাকা সেতু পাইতেছি। বর্তমানে শুকনা মৌসুম। পানি শুকিয়ে যাওয়ায় ব্রীজটি ভেঙ্গে অর্ধেক হয়ে আছে। ভাঙ্গার সাইড দিয়ে ইরি বা বোরো জমির আইল দিয়ে কোন রকমে চলাচল করছে গ্রামবাসী। এতে এলাকার মানুষের বিভিন্ন ফসল হাট বাজারে নেয়া দুষ্কোর হয়ে পড়েছে। কৃষি প্রধান এলাকা। অধিক ফসল উৎপাদন হলেও যাতায়াত সমস্যায় কৃষকরা তাদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, কাশিয়াবাড়ী ভাঙ্গার উপর আমি প্রকল্প দিয়ে বাঁশের সাকো দিয়ে সহযোগীতা করেছিলাম। ঐ খালের উপর পাকা সেতু না থাকায় ১৬ টি গ্রামের মানুষের প্রায় ৩৫ হাজার মানুষের বিভিন্ন পন্য নিয়ে হাট বাজারে আনা নেয়াসহ চলাচলের দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর সরকারের কাছে দাবি কাশিয়াবাড়ী ভাঙ্গার উপরে দ্রুত একটি পাকা সেতু নির্মান করে এলাকার জনসাধারনসহ শিশু ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ নিরসন করা হউক।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা