• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বর্ষার আগে বাঁধ সংস্কার না হলে দুর্ভোগে পড়ার আশংকা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

রক্ষা বাঁধের কাজ শেষ হতে না হতেই ধসে যায় কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি ও গড়াই নদীর তীর। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কালোয়া অংশের প্রায় ২০০ মিটার অংশ। বর্ষার আগে বাঁধ সংস্কার করা না হলে দুর্ভোগে পড়ার আশংকা এলাকাবাসীর।

গত বর্ষায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে শেষ হয় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাঁধের নির্মাণ কাজ। তবে একই অবস্থা হরিপুর অঞ্চলের প্রায় ৭০০ মিটারের। বর্ষা মৌসুমের আগে সংস্কার করা না হলে বিলীন হতে পারে হরিপুরের বেশ কয়েকটি গ্রাম।

স্থানীরা বলেন, ৪/৫ মাস আগে একবার ভেঙ্গে যায়। এখন পর্যন্ত কোনো লোক আসে নাই। এভাবে ভাঙ্গতে থাকলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। সরকারের কাছে আমাদের আবেদন যেনো এই কাজটিতে নজর দেয়া হয়। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু বলেন, বাঁধ দুটি সংস্কারে দ্রুতই উদ্যোগ নেয়া হবে। আমরা আগামী বর্ষার আগে এই বাঁধের মেরামত করে ফেলবো।

কুষ্টিয়ার সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম বলেন, আসন্ন বর্ষায় কর্তৃপক্ষদের সচেতন হওয়া উচিত। আমি অনুরোধ করবো যেনো এ বিষয় নজর দেয়া হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা