• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আগামী দুই সপ্তাহে তীব্র দাবদাহের পূর্বাভাস

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩  

চৈত্রের খরতাপে পুড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। সহসাই এই তাপদাহ থেকে মুক্তি নেই, বলছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের কোথাও কোথাও আরও তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 
রোদের তাপে ত্বক পুড়ে যাওয়ার মতন অনুভূতি নগরবাসীর! গরমে হাঁসফাঁস করছে ছেলে বুড়ো সবাই।
তাপদাহের ধকলে বিপাকে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। কেউ শ্রান্ত হয়ে ঘুমিয়ে রিকশায় আবার কেউ গাছের ছায়ায়, পার্কের বেঞ্চিতে শুয়ে খুঁজছেন স্বস্তি।
প্রচণ্ড রোদ ও তাপদাহের দিনে রাজধানীর বিভিন্ন লেকে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোররা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে। এছাড়া রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, রাঙ্গামাটিসহ বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “দেশের অনেক জায়গায় গরমের তীব্রতা এখনও শুরু হয়নি। এখন যেটা আছে মৃদু আকারে তা আগামী দুই-তিন এরকমই থাকবে।”
আবহাওয়া অফিস বলছে, এপ্রিল শুষ্ক ও উষ্ণতম মাস হওয়ায় গরমের এই অনুভূতি আরও বাড়বে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা না থাকায় কোথাও কোথাও তাপমাত্রা বেড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বজলুর রশিদ বলেন, “ধীরে ধীরে বাতাসের হিমিউনিটিটি বেড়ে যাবে, দিন-রাতের তাপমাত্রা বেড়ে যাবে। সেক্ষেত্রে আগামী ১০-১৫ দিনের মধ্যে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে তীব্র তাপদাহ দেখা দিতে পারে।”
ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে, তার জন্য অপেক্ষা করতে হবে মাসের শেষ অবধি। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা