• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কাচিরগাতি সড়কের রণবিদ্যা বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯  

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কাচিরগাতি সড়কের রণবিদ্যা বেইলি সেতুটি ভেঙে যাওয়ার পর দুইদিনেও এর নির্মাণ কাজ শুরু হয়নি। বিকল্প সড়ক দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চলাচল করলেও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতু ভেঙে যাওয়ায় তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওর, বারেকটিলা, যাদুকাটা নদীসহ বড়ছড়া, চারাগাও, বাগলী, কলাগাও এলাকাসহ সীমান্তে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক সড়ক ও জনপথের সতর্কবার্তা উপেক্ষা করে রণবিদ্যা বেইলি সেতু পার হওয়ার চেষ্টা করে। এ সময় সেতু ভেঙে ট্রাকটি খালে গিয়ে পড়ে। একজন নিহত এবং একজন নিখোঁজ হয়। এ কারণে যাতায়াতে ভিন্ন পথ ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীসহ অন্যদের। পণ্যবাহী ট্রাকসহ বড় যানবাহনগুলোর এ পথে চলাচল বন্ধ রয়েছে।  

স্থানীয় পলাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল আলম জানায়, ‘সেতু ভেঙে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। গাড়ি পাওয়া যায় না। বিকল্প সড়ক দিয়ে চলাচলের কারণে সময়ও বেশি লাগছে।’

স্থানীয় ব্যবসায়ী মো. চান মিয়া বলেন, ‘তাহিরপুর ও বিশ্বম্ভরপুর এলাকার ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে পণ্য পরিবহন করে থাকেন। সেতু ভেঙে যাওয়ায় তরমুজসহ বিভিন্ন কাঁচামাল নিয়ে নদীর পারে দাঁড়িয়ে আছে কয়েকটি ট্রাক। এতে করে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে।’

এলাকার প্রবীণ বাসিন্দা ছমরু মিয়া বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত পর্যটক তাহিরপুরের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। তাহিরপুরের অন্যতম পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর, বারেকটিলা, যাদুকাটা নদীসহ বিভিন্ন  দর্শনীয় স্থানে যেতে না পেরে বিপাকে পড়েছেন দর্শনাথীরা।’ 

উপজেলার  বড়ছড়া এলাকার কয়লা আমদানিকারক রুকন মিয়া বলেন, ‘কয়লা আমদানির কাজে আমরা বড়ছড়া, চারাগাও, বাগলী, কলাগাও এলাকায় যাই। সেতুটি ভেঙে যাওয়ায়  সরাসরি শুল্ক স্টেশনগুলোতে যেতে পারছেন না তারা।’

নেত্রকোনা জেলার  কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের ইব্রাহীম মিয়া বলেন, ‘এ সড়ক দিয়ে কলমাকান্দা ও নেত্রকোনা জেলায় প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। সবাই অসুবিধায় পড়েছেন। ’

সুনামগঞ্জ সড়ক  ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী অমিয় চক্রবর্তী বলেন, ‘সেতুটি ব্যস্ততম একটি সড়কের ওপর অবস্থিত। হঠাৎ করে এটি ভেঙে যাওয়ায় মানুষ অসুবিধায় পড়েছেন। তবে নুতন বেইলি সেতু নির্মাণের জন্য মালামাল সংগ্রহ করা হচ্ছে। এগুলো সংগ্রহ করার পরপর সেতুর কাজ শুরু হবে। বিকল্পভাবে মানুষের চলাচলের ব্যবস্থা করছি। আমরা আগামী সাত দিনের ভেতর নতুন সেতু নির্মাণ করতে পারবো।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা