• রোববার ০২ জুন ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

  • || ২৪ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দাউদকান্দি-লক্ষ্মীপুর সড়কটির বেহাল দশা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নভুক্ত ইলিয়টগঞ্জ বাজারের ঢাকা-চট্টগ্রাম পুরানো হাইওয়ে সড়ক হইতে আনুমানিক ১ কিলোমিটার লক্ষ্মীপুর গ্রামের সড়কটি দীর্ঘদিন খানাখন্দে থাকার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঘুরে দেখা যায়, ইলিয়টগঞ্জ বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে চন্দন সাহার বাড়ি হয়ে অজিত সাহার বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার অংশে সড়কটির একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের কিছু কিছু অংশে ইট পেতে দেয়া হলেও সেগুলো উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এ সড়ক দিয়ে সিএনজি, অটোরিকশা, ভ্যান, ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না। সামান্য বৃষ্টি হলেই গর্তে জমে যায় পানি। ফলে ওই সকল যানবাহনও চলাচল করতে পারে না। এতে সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন পোহাতে হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দশ গ্রামের ২০ হাজার মানুষ চলাচল করে।

দিনে যানবাহন চলাচল করলেও রাতে এ রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করে না। এ সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। লক্ষ্মীপুর গ্রামের ক্ষমতাসীন দলের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, এ রাস্তায় চলাচলের সময় এলাকাবাসী রিকশা থেকে পড়ে প্রতিদিন হাতে পায়ে ব্যথা পাচ্ছেন। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একজন মেম্বার জানান, দাউদকান্দি এলজিইডি অফিসে বারবার চেষ্টা করা সত্ত্বেও এই রাস্তাটি নির্মাণ করতে পারিনি। লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন জানান, এ রাস্তার কারণে আমার স্কুলের শত শত শিক্ষার্থী যাওয়া আসার সময় দুর্ভোগ পোহাচ্ছেন। যদি রাস্তাটি দ্রুত মেরামত করা না হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছি। এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আহসান আলী জানান, এ সড়কটি নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে, আমি আশা করছি, তা দ্রুত সম্পন্ন হলে; আমরা তাড়াতাড়ি কাজে হাত দিতে পারবো।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা