• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জয়পুরহাটে দুই আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় মামলা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

জয়পুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 

রবিবার রাতে কালাই থানায় মামলাটি করেন নিহত আফতাব সরদারের ছেলে গোলাম রাব্বানী।

মামলায় মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আ ন ম শওকত হাবিব লজিক এবং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী জাদাসহ ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।

এ দিকে মামলার কারণে উদয়পুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রাম এবং নওয়ানা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

এ ঘটনায়  ওমর আলী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার এবং উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে শনিবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষে আফতাব সরদার (৫০) এবং  মহিস্যাপাড়ার চারু মোহন্তের ছেলে রতন মোহন্ত (৩৮) নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১৫ জন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা