• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি নেতা আমিনুল হক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে তাকে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে ব্যারিস্টার আমিনুল হককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়। গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যারিস্টার আমিনুল হক দীর্ঘদিন উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ কয়েকটি রোগে আক্রান্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।এরপর বৃহস্পতিবার সকালে তাকে বাংলাদেশে এনে ঢাকার ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বিএনপির এ নেতা আরও জানান, হাসপাতালে ভর্তির পর তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা। দল এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতা আবদুস সালাম।

উল্লেখ্য, ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত এমপি ও মন্ত্রী ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা