• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সব দল নির্বাচনে আসুক, আমরা খেলে জিততে চাই: তথ্যমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা খেলে জিততে চাই। বিএনপি নির্বাচন প্রতিহতের কোনো রকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে। 
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতির বিষয়ে জানাতে শনিবার জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 
তথ্যমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক আছে কেবল পাকিস্তানে। বিএনপি পাকিস্তানকে অনূকরণ করে। আগামী নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাদরাসা মাঠটি ঐতিহাসিক। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। রবিবারের জনসভায় ৭ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো নগরী জনসভার মাঠে পরিণত হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা