• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লতায় ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন শুরু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৬৩ জন। যার মধ্যে পুরুষ ৪ হাজার ৭৫৭ ও নারী ৪ হাজার ৫০৬ জন।

নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের স্ত্রী দেবী রাণী বিশ্বাস, আনারস প্রতীক নিয়ে লড়ছেন বহিষ্কৃত আওয়ামী নেতা চিত্তরঞ্জন মণ্ডল এবং চশমা প্রতীক নিয়ে রয়েছেন লতা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতা তরুণ প্রার্থী সনজিৎ সরকার।

রিটার্নিং কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের মৃত্যুর কারণে এ ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা