• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত: এলজিআরডি মন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, যাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস নাই এবং স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে তারা নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে না। আমি মনে করি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত। 

মন্ত্রী শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) সাংবাদিকদের সঙ্গেে আলাপকালে এ মন্তব্য করনে। বিএনপির স্থানীয় নির্বাচনে আসা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমি মনে করি বিএনপির যদি জনগণের প্রতি অঙ্গীকার থাকে তাহলে তাদের নির্বাচনে অংশ নওেয়া উচিত। 

এর আগে এলজিআরডি মন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বার্ডের ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্ড মহাপরিচালক মো. শাহ জাহান, অতিরিক্ত মহাপরিচালক মো. সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা