• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশে নির্বাচনি সুবাতাস বইছে: পরিকল্পনামন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচন সুন্দরভাবে হবে। আমাদের প্রশাসন তৈরি আছে। আমরাও মানসিকভাবে তৈরি। যাকে ভালো লাগে মানুষ তাকে ভোট দেবে। দেশে নির্বাচনি সুবাতাস বইছে। ভোটে মানুষের অংশগ্রহণ চমৎকার। এই অবস্থা ধরে রাখতে হবে।’

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাওরাঞ্চলের দুর্গম এলাকার জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় চার দিন বাড়ানো হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দেবে।’ তিনি হাওর এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করছেন বলেও উপস্থিত সবাইকে জানান।

এসময় উপস্তিত ছিলে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফীউল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা