• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৩টি পাখি অবমুক্ত করলেন সাঈদ খোকন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

৭৩টি খাঁচাবন্দি পাখি অবমুক্ত করার মধ্য দিয়ে প্রধনমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জান্মদিন পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পাখিগুলো ছেড়ে দেন।

‘শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের খুশির দিন’ এই স্লোগানকে সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সেখানে ছিলেন ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীলা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ডিএসসিসির মেয়রের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতারা, ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন ছিল। তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মদিন পালন করছে।

শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা