• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ায় দুর্নীতিবিরোধী অভিযান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ায়  দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অর্থনৈতিক উন্নতি নিশ্চিতের জন্য  দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা  করেছেন।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃক উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সমাজের  একটি বড় সমস্যা হলো দুর্নীতি। এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নীতি, যা সমাজের বিরাট অংশকে শোষিত ও বঞ্চিত করছে। সমাজে ব্যাপক বৈষম্য তৈরি করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং এই নীতি বাস্তবায়নের জন্য দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে।’

আইনমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষার আসল মর্ম আত্মস্ত করে তোমাদেরকে মাদক ও অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব ব্যাপারে   সরকার তোমাদেরকে সকল সময় সহযোগিতা করবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, ‘‘সরকার কেবল দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ‘প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট’ নামে একটি স্বতন্ত্র ট্রাস্ট চালু করেছে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের দেশে ও বিদেশে মার্স্টার্স, এমফিল ও পিএইচপি ডিগ্রি অর্জনের জন্য ফেলোশিপ চালু করেছে।’

ডাচ-বাংলা ব্যাংকের পরিচলনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বক্তব্য রাখেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা