• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাটকেলঘাটায় এনজিও কর্মীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারপিট

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪  

পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরায় এক এনজিও কর্মীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে রড দিয়ে পিটিয়ে মারাতœক আহত করার ঘটনা ঘটেছে। আহত এনজিও কর্মীর স্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্রে জানা যায়, কুমিরা ইউনিয়নের বাদামতলা এলাকার আব্দুস সালাম সরদারে পুত্র এনজিও কর্মী মফিদুল ইসলাম দীর্ঘদিন চাকুরীর সুবাদে কর্মস্থল বাগেরহাটে থাকায় তারই প্রতিবেশী চাচাতো ভাই রফিকুল ইসলাম সোড়েল (৩৫) প্রায় মফিদুলের স্ত্রী কাজলকে কু-প্রস্তাব দিয়ে আসতো। এছাড়া বিভিন্ন সময় সোড়েল কাজলকে উক্ত্যক্ত করতো।

এ ধরনের অনাকাংখিত বিষয় নিয়ে কয়েকদফা পারিবারিক ভাবে বসাবসি হয়। রফিকুল ওরফে সোডেল কে ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়। কিন্তু চোরে না শোনে ধর্মের কথা মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে কাজলের ঘরে প্রবেশ করে জোর করে ধর্ষনের চেষ্টা করে। কাজল আতœরক্ষার্থে ঘরের ভিতরে থাকা রড বের করলে সোডেল রড কেড়ে নিয়ে এনজিও কর্মী মফিদুলের স্ত্রী কাজলকে বেধড়ক মারপিট করতে থাকে।

এসময় কাজলের আতœচিৎকারে পার্শ্ববর্তি লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় কাজল কে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রডের আঘাতের কারনে মাথায় ৫টি সেল্ইা দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে এনজিও কর্মী মফিদুল জানান, চাকরির সুবাদে দীর্ঘদিন যাবত বাগেরহাট থাকি। এই সুযোগে সোডেল একাধিকবার নিষেধ করা শর্তেও সে এধরনের অপকর্ম করতে থাকে। আমি আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও জখমের অভিযোগে থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার প্রার্থনা করছি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা