• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নিজে স্বতন্ত্র প্রার্থী হলেও আ.লীগ নেতা ভোট চাইছেন লাঙ্গলের জন্য

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

সাতক্ষীরা-২ (সদর) আসনে একজন বীর মুক্তিযোদ্ধার কাছে ভোট প্রার্থনার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল। তবে নিজের জন্য নয়, ভোট চেয়েছেন লাঙ্গলের প্রার্থী জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুর পক্ষে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের বাড়িতে এনছান বাহার বুলবুলের নেতৃত্বে কয়েকজন এলাকাবাসী হাজির হন এবং তার কাছে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য, এনছান বাহার বুলবুল সাতক্ষীরা শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জানুয়ারির নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হঠাৎ লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণের বিষয়ে এনছান বাহার বুলবুল বলেন, আমি নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি। সাতক্ষীরা সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু একজন যোগ্য নেতা হওয়ায় আমি তার সমর্থনে মাঠে নেমেছি। আমাকে যারা ভালোবাসেন আমি তাদেরকে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা