• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ; ডিপো মালিককে জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩  

সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় রবিউল ইসলাম নামের এক ডিপো মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান পুরুলিয়া মৎস্য সেট সংলগ্ন রবিউল ইসলামের মালিকানাধীন আশিক ফিস নামের চিংড়ির ডিপোতে এই অভিযান পরিচালনা করেন।

এসময় অপদ্রব্য পুশকৃত গলদা ও বাগদা চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, ডিপোটিতে সন্ধ্যার পরে গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অফিসারদের সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ডিপোতে অপদ্রব্য পুশকৃত চিংড়ি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিপো মালিক রবিউলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত চিংড়ি মাছ জন সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা