• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় নানান কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩  

কলারোয়ায় যথাযথ মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরণে হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

মোমবাতি প্রজ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়, সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন লিডার হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাংস্কৃতিক সম্পাদক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, শিক্ষক উৎপল সাহা, ছাত্রলীগ সভাপতি শামিমুজ্জামান টিপু,ইউএনও অফিসের এম এ মান্নান, বেনজির হোসেন, সিনিয়র সাংবাদিক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, দেলোয়ার হেসেন সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন।

এর আগে সকাল সাড়ে ৯ টায় মুক্তিযুদ্ধ সৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও কৃষ্ণা রায়, পৌর সভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানা প্রশাসনের পক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) ফকির তাইজুর রহমান, আ. লীগের পক্ষে যুগ্ম সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, আ.লীগ নেতা এ্যাড: শেখ কামাল রেজা প্রমুখ। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা