• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

 দেবহাটায় সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি ন্যায্যমুল্যে এ মৌসুমে উৎপাদিত অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পারুলিয়া খাদ্য গুদাম ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পারুলিয়া খাদ্য গুদামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পারুলিয়া খাদ্য গুদাম ইনচার্জ (ওসিএলএসডি) সুব্রত কুমার কুন্ডু। এসময় উপজেলা খাদ্য বিভাগের নুরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবীর হীম, প্রান্তিক কৃষক, মিল ও চাতাল মালিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে  দেবহাটায় কৃষকদের কাছ থেকে ন্যায্যমুল্যে ৩৪৩ মেট্রিক টন আমন ধান ও ২১২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা