• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে সহকর্মীর ইটের আঘাতে ভাটা শ্রমিক নিহত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩  

সাতক্ষীরার আশাশুনিতে নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে সহকর্মী আব্দুল কুদ্দুস এর ইটের আঘাতে আরিফুল ইসলাম শেখ নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) আশাশুনি উপজেলা বড়দল গ্রামের জনৈক আব্দুল কাদেরের ইটের ভাটায় এই ঘটনা ঘটে।

নিহত ভাটা শ্রমিক মোঃ আরিফুল ইসলাম শেখ (৩০) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা বড়দল গ্রামের আব্দুল হাকিম জানান, আব্দুল কুদ্দুস ও আরিফুল ইসলাম দুজনেই আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আব্দুল কাদেরের ইটের ভাটায় শ্রমিকের কাজ করতো। সোমবার বেলা সাড়ে দশটার দিকে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কুদ্দুস ইট দিয়ে আরিফুলের মাথায় সজোরে আঘাত করে। এতে মাথায় আঘাত পেয়ে আরিফুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ ডিসেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে আরিফুল মারা যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে কুদ্দুস ইট দিয়ে আরিফুলের মাথায় সজোরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোর রাতে মারা যায় আরিফুল।

তিনি আরো জানান, এই ঘটনায় নিহাতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে আব্দুল কুদ্দুসকে আসামি করে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহাতের মরদেহ ঢাকা থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে বলে জানান তিনি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা