• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩  

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।  বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাধনের সঞ্চালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, পরিবার পরিকল্পনা অফিসার ডা. মফিজুল ইসলাম, ডা. শরিফ ইকবাল, আনসার ভিডিপি অফিসার আশালতা খাতুন, আশার আলো’র নির্বাহি পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জগন্ময় প্রজেস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার তানজিম আক্তার, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তৃতাকালে আগামী ১২ ডিসেম্বর ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে নিকটস্থ ক্যাম্পেইন স্থল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য অভিভাবকদের আহŸান জানান বক্তারা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা