• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

আশাশুনি ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজন দিবসের শুরুতে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান উন্নয়ন প্রচেষ্টা, আইডিয়াল, উন্নয়ন, কচুয়া প্রতিবন্ধী বিদ্যালয়, এজ, সোনার বাংলা ফাউন্ডেশন এর সহযোহিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। ‘প্রতিবন্ধি ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান, উন্নয়ন প্রচেষ্টার টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান, আইডিয়ালের সুব্রত বাছাড় প্রমুখ। উল্লেখ্য, আশাশুনি উপজেলার ৭ হাজার ৩৯০ জন প্রতিবন্ধীকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা