• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১ টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে এ গুরুত্বপূর্ন সভা দু’টি অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা গুলোতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
এসময় দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম শাখাওয়াত হোসেন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী বিআরডিবি অফিসার সোহরাব হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও বিজিবি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তবে আইন-শৃঙ্খলা সভায় দেরিতে পৌঁছানোর কারনে সামনের সারিতে চেয়ার না পেয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানগণ। পরের সভায় তাদের সামনে বসতে অনুরোধ করলেও প্রতিবাদ স্বরূপ সামনে বসতে অস্বীকৃতি জানান তারা। পরে অবশ্য তাদেরকে সামনের চেয়ারে বসানো হয়। পাশাপাশি আগামী সভা গুলোতে ইউপি চেয়ারম্যানরা আসুক বা না আসুক তাদের জন্য সামনের সারিতে পাঁচটি চেয়ার খালি রাখার পরামর্শ দেন উপস্থিত নেতৃবৃন্দ।
এদিকে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মুমুর্ষ নারী রাত্রিকালিন অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে অভিযোগ করলে স্বাস্থ্য কমপ্লেক্সটির নানা দুর্নীতি ও অনিয়ম নিয়ে সভায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারি (বড়বাবু) মো. রাশেদের দুর্নীতির প্রতিবাদ করলে জনপ্রতিনিধি নির্মল মন্ডলের সাথে মো. রাশেদ নামের ওই স্বাস্থ্য কর্মচারির হাতাহাতির ঘটনাও ঘটে।
এছাড়াও সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি সকল উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের মধ্যদিয়ে দেবহাটা উপজেলার সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও রেজুলেশনে অর্ন্তভুক্ত করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা