• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার ঘোনার সরদার ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩  

সাতক্ষীরায় জেলা প্রশাসক কর্তৃক ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মের্সাস নিউ সরদার ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, সাতক্ষীরায় জেলা প্রশাসকের কর্তৃক ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় সদর উপজেলার ঘোনার মের্সাস নিউ সরদার ব্রিকসের মালিক রজব আলীকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা