• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর নবান্ন উৎসব পালন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

ও কি গাড়ীয়াল ভাই, কত রবো আমি পন্থের পানে চাহিয়ারে” আমায় এত রাতে কেনে ডাক দিলি” এসব ভাওয়াইয়া, ও আবৃত্তিশিল্পী দিলরুবা রোজ,র কন্ঠে কবি জীবনানান্দ দাশের কবিতা আবৃত্তি এবং আলোচনার মধ্য দিয়ে গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ আয়োজিত নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছিল।

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদীচী, সাতক্ষীরার সাধারান সম্পাদক সুরেশ পান্ডে। উদীচীর কার্যনির্বাহী সদস্য কাজী মাসুদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এ্যাড. আবুল কালাম আজাদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, নবধারার পরিচালক কামরুল ইসলাম, আবৃত্তিশিল্পী দিলরুবা রোজ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক ও উদীচীর নির্বাহী সদস্য আব্দুস সবুর, উদীচী সাতক্ষীরার সহ সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, শেখ মুহসিন আলী, কবি পল্টু বাশার, ওয়ালটন শো-রুমের মালিক ওলিউল ইসলাম, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল প্রমুখ। নবান্ন উৎসবে গান পরিবেশেন করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সাতক্ষীরার সিনিয়র সহ সভাপতি নাদিরা বেগম, বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু ও দীপা গাইন।

নবান্ন উৎসব বাঙালির প্রাণের উৎসব। এই নবান্ন উৎসব ধরে রাখার জন্য বক্তারা আরও বড় পরিবেশে করার আশাবাদ ব্যক্ত করেন।  অনুষ্ঠান শেষে সত্তর দশকের সিনিয়র কন্ঠশিল্পী নাদিরা বেগমকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করা হয়। এ ছাড়া কবি ও আবৃত্তিশিল্পী তিলরুবা রোজকে উদীচী সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা