• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার তিনটি সংসদীয় আসনে সম্মিলিত মহাজোটের প্রার্থীর নাম ঘোষণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশের পাশাপাশি সাতক্ষীরার ৩টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ কংগ্রেস নেতৃত্বাধীন সম্মিলিত মহাজোট। জোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের অধীনে ডাব প্রতীকে নির্বাচন করবে তারা।

শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রার্থী পরিচিতি ও ঘোষণা অনুষ্ঠান শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংসদ নির্বাচনের ৩০০ আসনে প্রার্থীতার ঘোষণা দেন সম্মিলিত মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন।

এসময় স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মীর্জা আজমের সঞ্চালনায় মহাজোটের প্রার্থীতা ঘোষণাকালে জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এড. ইয়ারুল ইসলামসহ সম্মিলিত মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে সম্মিলিত মহাজোটের প্রার্থীরা হলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও আপীল বিভাগের আইনজীবী এড. ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা-২ (সদর) আসনে মুফতি আজিজুর রহমান, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক) আসনে এড. শফিকুল ইসলাম। সাতক্ষীরা ৩ আসনের জন্য কোন প্রার্থী ঘোষণা করেনি তারা।#

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা