• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঘূর্নিঝড় ‘মিথিলি’ মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুতি সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩  

আসন্ন ঘূর্নিঝড় ‘মিথিলি’ মোকাবেলায় সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দূর্যোগ প্রস্তুতি সভায় এই কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।

জেলা প্রশাসক জানান, যে কোন দূর্যোগে সাতক্ষীরার উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবার সেখানে পাঁচ ফুট পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এজন্য সেখানে ২৭০টি সাইক্লোন  শেল্টার প্রস্তুত করা হয়েছে। ৩৫০ মেট্রিক টন শুকনো খাবারের মজুত করা হয়েছে। এছাড়া প্রায় স্বেচ্ছাসেবক সেখানে সক্রিয় রয়েছে।

জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিতে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শোক মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান সহ সকল পর্যায়ের গণমাধ্যম কর্মীরা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা