• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে দুজনকে সাজা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

সাতক্ষীরায় চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশের অভিযোগে দুজনকের সাজা দিয়েছে পুলিশ । মঙ্গলবার (১৪ নভেম্বর) র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সাতক্ষীরার সমন্বয়ে এ অভিযান চালানো হয়। সাতক্ষীরা জেলার দেবহাটার হিজল ডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অসাধু ব্যবসায়ী রবীন্দ্রনাথ সরকার’কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও মোঃ রফিকুল ইসলাম’কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

র্যাব জানিয়েছে, অভিযানকালে ৩০০ কেজি পুশকৃত চিংড়ি মাছ, ১০ লিটার বিষাক্ত জেলি ও ১১ টি সিরিঞ্জ ধ্বংস করা হয়। এছাড়া ১৫০ কেজি পুশ করার জন্য অপেক্ষামান চিংড়ি জব্দ করে এতিম খানায় বিতরণ করা হয়।চিড়িংতে পুশ কাজে ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত আসামীদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জব্দকৃত চিংড়ি ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা