• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় গণপ্রকৌশলী দিবস ২০২৩ ও আইডিইবির ৫৩ তম প্রতিষ্ঠা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

সাতক্ষীরায় গণপ্রকৌশলী দিবস ২০২৩ ও আইডিইবির ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন আইডিইবির জেলা কার্যালয় সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন দেশের কাঠামোগত উন্নয়নের শতকরা ৮৫ ভাগ কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বর্তমান অবস্থা বহুদূর এগিয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠানসহ বেসরকারি কোম্পানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা প্রশংসনীয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইডিইবি সাধাঃ সম্পাদক প্রকৌশলী এম এম এ আবু জায়েদ বিন গফুর, সহ সভাপতি প্রকৌশলী কামরুল আকতার তপু,প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, ইঞ্জিনিয়ার শেখ আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন। এ সময় বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থী এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রকৌশলী গন উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা