• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩  

জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা”এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, বহু কষ্টে অর্জিত আমাদের স্বাধীনতা। ১৯৭২ সালে তৎকালীন সময়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের গুণী ব্যক্তিদের সমন্বয়ে সংবিধান তৈরি করা হয়। সংবিধানের শুরুতে বাংলাদেশের চিত্র আর আজকের বাংলাদেশ অনেক তফাৎ। তখন বাংলাদেশে কিছুই ছিল না আজ বঙ্গবন্ধুর কন্যার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নশীল দেশের কাতারে। কিন্তু মাঝখানে সংবিধানের কিছু অংশ পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের সংবিধান মেনে সবকিছু করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আলীগের সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, প্রফেসর আমানুল্লাহ আল হাদী,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মোঃ আমিনুর রহমান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, অতিঃ জেলা প্রশাসক আইসিটি মোঃ সরোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোঃ মারুফ বিল্লাহ,বিসিকের ডিডি গোলাম সাকলাইন, বিএডিসির ডিডি মনোয়ার হোসেন খান, জেলা শিক্ষা অফিসার শাহাজাহান আলম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, জেলা সমাজসেবার ডিডি সন্তোষ কুমার নাথ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা