• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩  

”সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক  ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে র‌্যালি ও  উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক  সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস্ চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি।

উপজেলা সমবায় অফিসার মো: জাকির হোসেন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জিএম ওসমান গনি,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনূল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবার কবির, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক ও সমবায়ীরা ৷

শ্যামনগর উপজেলায় সমবায় সমিতির সংখ্যা ৪৯০ টি তার মধ্যে সমবায় বিভাগ ২৭৯টি, বিআরডিবি ২১১টি এবং কেন্দ্রীয় ১ টি ৷ মোট সদস্য সংখ্যা পুরুষ- ২৮,৬১৫, মহিলা-৬১৫৮ ৷ ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত নিজস্ব তহবিল হতে ৫৭৪০.৮৭ লাখ টাকা ঋণ বা আর্থিক সুবিধা প্রদান করে দারিদ্র বিমোচন ও  আর্থিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

২০২১-২০২২ সালে ৪টি ভ্রাম্যমান প্রশিক্ষণে ১০০ জন সমবায়ীকে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশ সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটে আয়বর্ধনমূলক বিভিন্ন ট্রেডে ২২৫ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা ৷

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা