• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩  

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর (শুক্রবার ) বিকালে দিবসটি পালনে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, মাস্টার জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম সহ অসখ্য আ’লীগ, যুবলীগ ও স্বেচ্ছা সেবকলীগ নেতা- কমীবৃন্দ। সব শেষে ‘জেল হত্যা দিবসে শহীদ ৪ জাতীয় নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত: ১৯৭৫ সালের ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব- পরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর ৩ মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। সেখান থেকে ৩ নভেম্বর দিবসটি “ঐতিহাসিক জেল হত্যা দিবস” হিসাবে পালিত হয়ে আসছে বলে জানা যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা