• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩  

 শ্যামনগর উপজেলায় জেল হত্যা দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মোশারফ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুজিবর রহমান, সহ সভাপতি অসীম কুমার মৃধা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, পদ্মপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাডঃ আতাউর রহমান, নূরনগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সোহেল রানা (বাবু), উপজেলা তাঁতী লীগের আহবায়ক মনিরুজ্জামান মুকুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুর রফিক সহ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় হলো এ দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযোদ্ধাদের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে। এর আগে ১৫ আগস্ট এর পরে এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জাতি আজ জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এ কালো অধ্যায়টি স্মরণ করে। বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে সারাদেশে এই দিনটি পালিত হচ্ছে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে ও বঙ্গবন্ধুর সপরিবার এবং জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক আলহাজ্জ্ব জি এম আকবর কবীর।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা